শহীদ হালিমের কন্যাকে কলেজে ভর্তির দায়িত্ব নিলেন তারেক রহমান

আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণআন্দোলনে নিহত শহীদ আবদুল হালিমের কন্যা সুমাইয়া ওয়াসিমাকে কলেজে ভর্তির দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
সুমাইয়া ওয়াসিমাকে কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজে দ্বিতীয় বর্ষে ভর্তি করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এমন মানবিক সহায়তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সুমাইয়া ওয়াসিমা তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শনিবার (১২ জুলাই) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন কক্সবাজারে গিয়ে সুমাইয়া ওয়াসিমাকে আর্থিক সহায়তা প্রদান করেন ও তার পড়ালেখায় সর্বাত্মক পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
আতিকুর রহমান রুমন উপস্থিত গণমাধ্যমকে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনটি সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিগত আওয়ামী ফ্যাসিস্ট শাসনামলে দলের যেসব ব্যক্তি ও পরিবার অত্যাচারিত-নিপীড়ীত, গুম-খুন ও নির্মম নির্যাতনের শিকার হয়েছেন তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। আগামীতেও ‘আমরা বিএনপি পরিবার’ এসব ব্যক্তি ও পরিবারের পাশে থাকবে ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন— কক্সবাজার জেলার জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন রিপন প্রমুখ।
প্রসঙ্গত, শহীদ আবদুল হালিমের গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়ার ছড়া গ্রামে।