ফেনীর ১৬৫৫ হেক্টর কৃষি জমির ফসল ডুবে গেছে

টানা তিন দিনের ভারী বর্ষণ ও উজানের ঢলের ফলে ফেনীতে সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে, পানি কমার সঙ্গে স্পষ্ট হতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিত্র। এই বন্যায় কৃষি ও মৎস্য খাতে ব্যাপক ক্ষতি হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক জগলুল হায়দার জানান, ফেনী জেলার এক হাজার ৬৫৫ হেক্টর জমির বিভিন্ন ফসল (আউশ, আমন, শাকসবজি, মরিচ) পানিতে ডুবে গেছে।
মৎস্য বিভাগ জানিয়েছে, বন্যায় এক হাজারের বেশি পুকুর ডুবে গেছে, যার ফলে মাছের ক্ষতি হয়েছে প্রায় পাঁচ কোটি টাকারও বেশি। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জেলার উত্তরাঞ্চলের তিন উপজেলা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ায়। জেলা মৎস্য অফিসার আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা বলছেন, তাদের ঘরবাড়ি থেকে পানি নামতে শুরু করেছে। এখনও তারা চরম ভোগান্তিতে রয়েছেন। ঘর বসতি থেকে শুরু করে ফসলি মাঠ পর্যন্ত সবকিছুই নষ্ট হয়ে গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এটি প্রাথমিক ক্ষয়ক্ষতির হিসাব এবং ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। বন্যা বর্তমানে ফেনীর ৮০টির মতো গ্রাম প্লাবিত রয়েছে। এখনও লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় আছেন।