মুরাদনগরের চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় ৬ জন আটক

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মা ও দুই সন্তানকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। একটি মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করেই এই হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
শনিবার (৫ জুলাই) বিকেলে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এসব কথা জানান র্যাব-১১ অধিনায়ক।
লে. কর্নেল সাজ্জাদ হোসেন বলেন, শনিবার ঢাকার বনশ্রী এলাকা ও কুমিল্লা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মুরাদনগরের বাঙ্গরা বাজার থানায় হস্তান্তর করা হবে। হত্যাকাণ্ডের প্রায় ৩৯ ঘণ্টা পর গতকাল মধ্যরাতে থানায় মামলা হয়। মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, বাচ্চু মিয়া (৫৫), রবিউল আওয়াল (৫৫), আতিকুর রহমান (৪২), মো. বায়েজ মাস্টার (৪৩), দুলাল (৪৫), ও আকাশ (২৪)। আটকের সময় আসামিদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও একটি টর্চ লাইট উদ্ধার করা হয়।
লে. কর্নেল সাজ্জাদ হোসেন বলেন, গত ৩ জুলাই সকালে কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়ইবাড়ি এলাকায় ভিকটিমদের বাড়ি ও বাড়ির সামনের রাস্তায় রোকসানা আক্তার রুবি (৫৫), জোনাকী (২৪) এবং রাসেলকে (৩৩) নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এসময় রুমা (২৭) ও রিক্তা (৩২) পালানোর চেষ্টা করলে তাদেরকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়।
পরে উক্ত হত্যা ও হামলার ঘটনায় ভিকটিম রোকসানার মেয়ে রিক্তা (৩২) বাদী হয়ে কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।