গড়াই নদীর তীর দখল করে চলছে অবৈধ নির্মাণ

কুষ্টিয়ার খোকসা পৌরসভার হাওয়া ভবন এলাকায় গড়াই নদীর তীরে সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করছেন মেসার্স আলম ট্রেডার্সের স্বত্বাধিকারী ও স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী রুহুল আলম টুটুল। দুই মাস ধরে প্রকাশ্য দিবালোকে এই অবৈধ নির্মাণ কাজ চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, খোকসা-কমলাপুর সড়কের হাওয়া ভবন এলাকায় ‘মেসার্স আলম ট্রেডার্স’-এর পেছনে গড়াই নদীর পাড় ঘেঁষে পাকা ভবন নির্মাণ করা হচ্ছে। নির্মাণস্থলে শ্রমিকরা কাজ করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, ভবনের কিছু অংশ সরকারি জমির ওপর পড়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, ‘মেসার্স আলম ট্রেডার্স’ রুহুল আলম টুটুলের প্রতিষ্ঠান। তিনি প্রভাবশালী হওয়ায় কেউ তার বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। প্রশাসনও দেখে চুপ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রুহুল আলম টুটুল সরকারি জমি দখলের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, ‘ব্যবসা প্রতিষ্ঠানের সম্প্রসারণের জন্য ভবন নির্মাণ করছি। ভবনের পেছনের দিকে কিছু সরকারি জমি পড়েছে। প্রশাসন চাইলে তা ভেঙে দিক, আমি উঠিয়ে নেব।’
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. রাশিদুর রহমান বলেন, জায়গাটি নদীর তীরবর্তী হলেও ১ নম্বর খাস খতিয়ানের আওতাভুক্ত। এর দেখভালের দায়িত্ব জেলা প্রশাসনের রাজস্ব শাখার।
খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রদীপ্ত রায় দীপন বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’