স্কুলের পাশে কীটনাশক স্প্রে, ৮ শিক্ষার্থী হাসপাতালে

যশোরের অভয়নগর উপজেলার সীমান্তবর্তী নড়াইল সদর উপজেলার চাকই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জানালার পাশে কীটনাশক প্রয়োগের ঘটনায় আট শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আজ বুধবার (২ জুলাই ) দুপুরে চাকই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অসুস্থ শিক্ষার্থীরা হলো—নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের চাকই পূর্ব পাড়া এলাকার তৌহিদুর রহমানের মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী সানজিদা (১০); চাকই উত্তরপাড়া এলাকার ইসমাইল মীরের মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী ইয়াসমিন (৯); চাকই পূর্বপাড়া এলাকার সুইট বিশ্বাসের মেয়ে সাওদা ইসলাম (১০); শেখ সেলিমের মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী সাদিয়া ইসলাম (১০); রুখালী গ্রামের আলাউদ্দিন গাজীর মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী উম্মে আয়মান (৯); চাকই মধ্যপাড়ার বিপ্লব শেখের মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী মর্জিনা আক্তার বিলকিস (৮); চাকই পশ্চিম পাড়ার কামরুজ্জামানের মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী ফারিয়া জামান (৮); এবং চাকই পূর্বপাড়ার মাহবুব শেখের মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী মোহনা খাতুন (১০)।
জানা গেছে, বুধবার দুপুরে চাকই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিফিনের সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ছিল। এ সময় পার্শ্ববর্তী এলাকার ইসমাঈল শেখ স্কুলের জানালার পাশে কীটনাশক স্প্রে করে। এতে বিষ শিক্ষার্থীদের নাকে-মুখে গিয়ে মুহূর্তে তারা অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি টের পেয়ে স্কুলের সহকারী প্রধান শিক্ষক শামিমা সুলতানা শিক্ষার্থীদের নিয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্কুলের প্রধান শিক্ষিকা উলাশীনী রায় এনটিভি অনলাইনকে বলেন, স্কুলের জানালার পাশে ইসমাঈল নামের এক ব্যক্তি কীটনাশক স্প্রে করেছে। এতে স্কুলের আট শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। এমন ঘটনার পেছনে কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা তা ক্ষতিয়ে দেখা হবে।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মাহফুজুর রহমান সবুজ বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় আটজন শিক্ষার্থীকে আমরা হাসপাতালে ভর্তি করেছি, চিকিৎসা চলছে। সবাই এখন আশঙ্কা মুক্ত।