নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে মন্তব্য করতে চান না সিইসি

নির্বাচন কমিশন পুনর্গঠন করতে চায় কোনো কোনো রাজনৈতিক দল। তবে, এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন কোনো মন্তব্য করতে চান না। তার দাবি, এগুলো রাজনৈতিক বক্তব্য। আজ মঙ্গলবার (১ জুলাই) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।
নির্বাচন কমিশনে দলগুলোর নিবন্ধনের শেষ দিনে এনসিপি নির্বাচন কমিশনে এসে বলে গেছে, নির্বাচন কমিশন পুনর্গঠন হবেই। এ বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। উনারা একটি রাজনৈতিক দল। উনারা কত কথাই বলতে পারে। উনারা দাবি জানিয়েছেন, আমরাও শুনেছি। আমরা মনে করি, এটা উনাদের রাজনৈতিক বক্তব্য। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে প্রধান উপদেষ্টার সাক্ষাতেও আমাদের কোনো বার্তা দেওয়া হয়নি।
নির্বাচনের দিনক্ষণের বিষয়ে এ এম এম নাসির উদ্দিন বলেন, একটু অপেক্ষা করতে হবে, যখন সিডিউলের টাইম আসবে, তখন আমরা অবশ্যই আপনাদের জানাব। এই সৌজন্য সাক্ষাতের মাধ্যমে আমিও বুঝতে পেরেছি, প্রধান উপদেষ্টা অত্যন্ত আন্তরিক, একটা ডেমোক্রেটিক ট্রানজেকশন যাতে হয় এবং একটা নিরপেক্ষ নির্বাচন যাতে হয়। এ বিষয়ে উনার আন্তরিকতা প্রশ্নাতীত। যেমন আমাদের আন্তরিকতা প্রশ্নাতীত, উনার আন্তরিকতাও প্রশ্নাতীত। এখানে একটা সুবিধা হয়েছে, ওয়েবলেন্থ (মধ্যবর্তী ব্যবধান) মিলে গেছে। নির্বাচনটাকে গ্রহণযোগ্য, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য আমরা এখন একই ওয়েবলেন্থে আছি।
সিইসি বলেন, আমার তো বলতে দ্বিধা নেই, উনি এ পর্যন্ত কোনোদিন কোনো দলের কাজ করার জন্য বা কিছু একটা ফেভার করার জন্য বলেননি। উনার যে কথাবার্তা বা নির্দেশনা তাতে আমরা যেটা বুঝতে পারি, উনি আন্তরিকতার সঙ্গে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দিতে চান। আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারেও সেইরকম একটা ইন্ডিকেশন দিয়েছেন। সেজন্য, প্রস্তুতিটা আছে কিনা, জানতে চেয়েছেন।
এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, এই মুহূর্তে আমাদের প্রস্তুতি জাতীয় নির্বাচনকে ঘিরে। আমরা যা প্রস্তুতি নিচ্ছি, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই নিচ্ছি। তবে যদি স্থানীয় নির্বাচনটা করতে হয়, তাহলে কি আমি ভোটার লিস্টটা ব্যবহার করতে পারব না? কেনাকাটা যা করা হচ্ছে, তাও তো ব্যবহার করতে পারব। বাট আমাদের ফোকাস জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই। প্রধান উপদেষ্টা স্থানীয় নির্বাচনের কথা বলছেন না তো। উনি দেশে বিদেশে যে ওয়াদা দিচ্ছেন, স্থানীয় নির্বাচনের কথা বলছেন না তো। উনি জাতীয় নির্বাচনের কথাই বলছেন। আমরা উনার সেই কমিটমেন্টকে কেন্দ্র করেই প্রস্তুতি নিচ্ছি।
সম্ভাব্য কোনো সময় নিয়ে আলোচনা হয়েছে কিনা, জানতে চাইলে এ এম এম নাসির উদ্দিন বলেন, এ ব্যাপারে আপনারা যেটা জানেন, আমরাও সেটা জানি। প্রথমে উনি বলেছিলেন, এপ্রিলের প্রথম দিকে ভোট হবে। তারপর লন্ডনে বলেছেন ফেব্রুয়ারির কথা। তারপর শুনলাম মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আগামী বছরের শুরুর দিকের কথা বলেছেন। আমার সঙ্গে নির্বাচনের তারিখ বা সম্ভাব্য সময় নিয়ে কোনো কথা হয়নি। যেসব সময় আলোচনায় আসছে, ওই টাইমফ্রেমকে নিয়েই আমরা প্রস্তুতি নিচ্ছি।
আরেক প্রশ্নে এ এম এম নাসির উদ্দিন বলেন, যত দ্রুত সম্ভব, আমরা প্রস্তুতি নিচ্ছি। যেন সরকার যে সময় নির্বাচনের কথা বলে, আমরা যেন সেই সময় নির্বাচন করতে পারি।