পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান

ছবি : বাসসের প্রতিবেদন থেকে নেওয়া
প্লাস্টিক দূষণের ভয়াবহতা মোকাবেলা ও পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরতে রাজধানীতে আয়োজিত হয়েছে ‘প্লাস্টিক থেকে মুক্ত হন- প্লাস্টিকের বিকল্প বিষয়ক আলোচনা ও ইকোবাজার’।
এই আয়োজনের মধ্য দিয়ে প্লাস্টিক নির্ভরতা কমানো ও টেকসই বিকল্প উপকরণ প্রদর্শনীর মাধ্যমে পরিবেশ সুরক্ষায় সবাইকে একজোট হওয়ার আহ্বান জানানো হয়।
বিশ্ব পরিবেশ দিবস- ২০২৫ উপলক্ষ্যে রোববার (২৯ জুন) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অ্যাকশনএইড বাংলাদেশ, নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের (নেকম), সেন্টার ফর ক্লাইমেট জাস্টিস বাংলাদেশ (সিসিজে-বি) ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।