আত্মত্যাগের এই অর্জন এখনো অনেক দূর নিয়ে যাওয়া বাকি : নাহিদ ইসলাম

উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর গতকাল রাতে ফেসবুকে এক পোস্টে নাহিদ ইসলাম সবাইকে ধন্যবাদ জানান। অভ্যুত্থানের শহীদদের স্মরণ ও আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি সারা দেশের সব সমন্বয়কের প্রতি আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, ‘সবার আত্মত্যাগের ফলেই আমরা একটি নতুন বাংলাদেশের সূচনা করতে পারছি। সবার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি, কয়েক দিন ধরে আমি নিরাপত্তাজনিত কারণে ও শারীরিক অসুস্থতার জন্য যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম।’
নাহিদ ইসলাম লেখেন, ‘বাংলাদেশ একটা অস্থির সময় পার করছে। লুটপাট, সহিংসতা ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়নসহ জনজীবনে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এখনো ফ্যাসিস্ট রেজিম সমূলে উৎপাটন করা হয়নি। জাতীয় স্বার্থে ও গণ-অভ্যুত্থান রক্ষার জন্য দ্রুত সময়ের মধ্যে সরকার গঠন করাকেই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম। শিক্ষার্থীরা এখনো রাস্তায় থেকে শৃঙ্খলা রক্ষায় ভূমিকা পালন করছে। তাঁদের সাধুবাদ জানাই। আশা করি, খুব দ্রুতই আইনশৃঙ্খলার পরিবেশ ও জনজীবনে নিরাপত্তা ফিরে আসবে।’
আনন্দ উদ্যাপনের সময় এখনও আসেনি উল্লেখ করে নাহিদ ইসলাম আরও জানান, ‘শহীদের রক্ত ও বহু মানুষের আত্মত্যাগের ফলে এই অর্জন এখনো অনেক দূর যাওয়া বাকি। বাংলাদেশ পুনর্গঠন ও নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করা আমাদের অন্যতম প্রতিশ্রুতি। তরুণ প্রজন্মের এই জেগে ওঠাকে আমাদের অব্যাহত রাখতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকার ও রাজপথ উভয় জায়গায় উপস্থিতি রাখবে। ছাত্র-নাগরিক অভ্যুত্থানের সরকারকে স্বাগত জানাই। সবাইকে পাশে থাকার আহ্বান জানাই। আপনাদের সব ধরনের আলোচনা, সমালোচনা ও পরামর্শ আমাদের পাথেয় হবে। সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি। আবারও প্রতিবাদী ছাত্র-জনতাকে ধন্যবাদ’।