সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাবেক মৎস্য ও পশুসম্পদ প্রতিমন্ত্রী এবং নাটোর-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ বুধবার (৩০ আগস্ট) এক শোক বার্তায় রাষ্ট্রপ্রধান মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদসদ্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস আজ বুধবার (৩০ আগস্ট) সকাল ৭টা ২২ মিনিটের দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
অসুস্থ হয়ে পড়লে গত শনিবার (২৬ আগস্ট) অধ্যাপক আব্দুল কুদ্দুসকে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।
অধ্যাপক আব্দুল কুদ্দুসের বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি পাঁচবার নাটোর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর মেয়ে কোহেলী কুদ্দুস মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সহসভাপতি ও ছেলে শোভন জেলা আওয়ামী লীগের নেতা। আব্দুল কুদ্দুস ছিলেন অবিভক্ত রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।