বিএনপিনেতা কবির আহমেদকে তুলে নেওয়ার অভিযোগ রিজভীর

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভুইয়া (বামে) ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভুইয়াকে সাদা পোশাকে পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার (২০ জুলাই) এনটিভি অনলাইনকে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, ‘আজ বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উত্তরার বিনস অ্যান্ড অ্যারোমা থেকে সাদা পোশাকধারী পুলিশ তাকে (কবির আহমেদ ভুইয়া) সকালে তুলে নিয়ে গেছে। কিন্তু, পুলিশ এখনও স্বীকার করছে না বা তার কোনো হদিস দিচ্ছে না। তার পরিবার ও দল এ ঘটনায় গভীর উদ্বেগে রয়েছে।’
রিজভী বলেন, ‘তাকে (কবির আহমেদ) সাদা পোশাকধারী পুলিশই তুলে নিয়ে গেছে।’ তাকে অবিলম্বে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান এই বিএনপিনেতা।