বিজয় দিবসে মানিকগঞ্জে বিনামূল্যে চিকিৎসা

বিজয় দিবস উপলক্ষে মানিকগঞ্জে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে ‘রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সেন্ট্রাল’ নামের একটি বেসরকারি সংস্থা।
জেলার সিংগাইর উপজেলার বাইমাল কবি নজরুল উচ্চ বিদ্যালয়ে গতকাল শুক্রবার দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প চলে।
মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ডায়াবেটিস, গাইনিসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এ ছাড়া রোগীদের বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ দেওয়া হয়। ক্যাম্পে প্রায় তিন হাজার রোগীর স্বাস্থ্যসেবা দেন ১৪ বিশেষজ্ঞ চিকিৎসক।
ওই সময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের সাবেক সভাপতি আবদুল খালেক, সদস্য আলী ইমরান। রোগীদের চিকিৎসা দেন ডায়াবেটিস বিশেষজ্ঞ আরিফা আক্তার, গাইনি বিশেষজ্ঞ তৈয়বা খাতুন ও মেহবিশ রহমান লিজা, চিকিৎসক রিতু নাজিয়া আহমেদ, আসিফ সরওয়ার, ফারিয়া আফরিন, নুসরাত জাহান সম্পা, ইমরান খান, মো. মনিরুজ্জামান, ফাহাদ বিন তাহের ও আহমেদুল হক কিরণ।
এ ছাড়া স্থানীয় বায়রা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠুসহ এলাকার প্রভাবশালী ব্যক্তিরা এ মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন।
ক্যাপ: বিজয় দিবসে মানিকগঞ্জে বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন ‘রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সেন্ট্রাল’-এর চিকিৎসকরা। ছবি : এনটিভি