খাগড়াছড়িতে তৃতীয় প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট

খাগড়াছড়ি সেনানিবাসে চেঙ্গী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের উদ্যোগে তৃতীয় প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেল এর উদ্বোধন করেন সেনাবাহিনীর চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার।
এ সময় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল স ম মাহবুব উল আলম, ব্রিগেডিয়ার জেনারেল এ এফ জগলুল আহমেদ, রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার, খাগড়াছড়ির সরকারি-বেসরকারি বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধি, পদস্থ সামরিক কর্মকর্তা ও স্পনসর কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে দেশের বিভিন্ন গলফ ক্লাবের ৬০ জন গলফার অংশ নেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।