মাহবুবুল হক শাকিলের মৃত্যুতে দোয়া মাহফিল

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা ময়মনসিংহ শহরের বাঘমারা এলাকায় মরহুমের বাসভবনের পাশের মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে ধর্মমন্ত্রী, সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, ময়মনসিংহ বিভাগের উচ্চপর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাসহ স্থানীয় আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক-পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা হলেন ধর্মমন্ত্রী আলহাজ মতিউর রহমান, সংসদ সদস্য আলহাজ আমান উল্লাহ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নাজিম উদ্দিন আহাম্মেদ ও ফাহমি গোলন্দাজ বাবেল, কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক সাবেক সংসদ সদস্য আবদুস সাত্তার, সাবেক সংসদ সদস্য কে এম খালিদ বাবু, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত উপমহাপরিদর্শক ড. আক্কাস উদ্দিন ভূইয়া, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন, এনামুল হক শামীম, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও মরহুমের বাবা অ্যাডভোকেট জহিরুল হক খোকা, ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক ইউসুফ খান পাঠান, ছাত্রলীগ সভাপতি রকিকুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক সরকার মো. সব্যসাচী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান খোকন, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আনোয়ারুল হক রিপন প্রমুখ।