একই সময় দুই পীরের সমর্থকদের সভা, ১৪৪ ধারা জারি

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার চক রাধাকানাই গ্রামে চরমোনাই পীর ও দেওয়ানবাগী পীরের সমর্থকরা একই সময়ে একই স্থানে ধর্মসভা আহ্বান করায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সভাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লীরা তরফদার জানান, জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব জানান, আজ রাতে চক রাধাকানাই গ্রামে দুই পীরের সমর্থকরা একই সময় ও একই স্থানে ধর্মসভা আহ্বান করে। এতে দুপুর থেকেই এলাকায় উত্তেজনার খবর পেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই প্রশাসন এই ব্যবস্থা নিয়েছে। সভাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা জানান, ২ ডিসেম্বর চকরাধাকানাই আহম্মদপুর জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে স্থানীয়রা ওয়াজ মাহফিলের আয়োজন করে। রাতে ওয়াজ মাহফিল চলার সময় চরমোনাই পীরের এক অনুসারী ভণ্ড পীরদের নিয়ে বয়ান করলে, দেওয়ানবাগী পীরের অনুসারীরা ক্ষিপ্ত হয়। সেখানে সাধারণ মানুষের সঙ্গে বাগবিতণ্ডা দেখা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়। এ ঘটনার জের ধরে আজ একই স্থানে দুই পীরের সমর্থকরা পাল্টাপাল্টি ধর্মসভার আয়োজন করে। এলাকাবাসী বিষয়টি নিয়ে সংঘর্ষের আশঙ্কায় প্রশাসনে যোগাযোগ করলে প্রশাসন ১৪৪ ধারা জারি করে।