মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৪০

মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুই বাসযাত্রী নিহত ও ৪০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ১০টায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত নয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঢাকায় নেওয়ার পথে মুফতি সাইফুল্লাহ (৩৮) নামের একজন মারা যান। ঘটনাস্থলে নিহত অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আহত অপর ৩১ জন মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
গুরুতর আহতরা হলেন—গোলাম কিবরিয়া (৫০), রাসেল (২২), আবদুল হাদি (৮০), আবদুল ওয়াহাব (৬৫), মাহমুদুল হাসান (৩০), দেলোয়ার (৪০), শেখ শাহজাহান (৬৫) ও ফেরদৌস (২৪) । তাঁদের সবার বাড়ি পটুয়াখালী জেলার খেপুপাড়া ও মহিপুর উপজেলার বিভিন্ন গ্রামে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান জানান, রাত ১০টার দিকে ঢাকার টঙ্গী ইজতেমার ময়দান থেকে পটুয়াখালীগামী ইসলাম পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-০০৪৫) একটি বাস বিপরীতগামী ইটবোঝাই স্থানীয় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার ওপর উল্টে গিয়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে বাসের এক যাত্রী নিহত হন। আহত হন বাসের ৪০ যাত্রী। দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।