নেত্রকোনায় জেলা পরিষদের চেয়ারম্যান হচ্ছেন প্রশান্ত কুমার

নেত্রকোনা জেলা পরিষদে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী প্রশান্ত কুমার রায়। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নেত্রকোনা পৌরসভার সাবেক মেয়র।
এদিকে আজ উৎসবমুখর পরিবেশে নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিল করা হয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশান্ত কুমার রায়, সাধারণ সদস্য পদে ৬৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মোতাহসিম জানান, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী প্রশান্ত কুমার রায় ছাড়া আর কেউ মনোনয়ন দাখিল করেননি। এ কারণে যাচাই-বাছাইয়ের সময় মনোনয়ন ঠিক থাকলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হবেন।
আব্দুল্লাহ আল মোতাহসিম আরো জানান, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪টি ও সাধারণ সদস্য পদে ৬৬টি মনোনয়নপত্র বিক্রির বিপরীতে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৬৩ জন তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রশান্ত কুমার রায়ের মনোনয়ন দাখিলের সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রেমন্ড আরেং, নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নূর খান মিঠু, সাংগঠনিক সম্পাদক ভজন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম খান পাঠান বিমল, আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মানিক রায়সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের আইন অনুযায়ী সাধারণ জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা এই নিবার্চনের ভোটার হবেন। তারা জেলা পরিষদের ২১ সদস্য বিশিষ্ট প্যানেলে একজনকে জেলা পরিষদের চেয়ারম্যান (উপমন্ত্রী পদমর্যাদা) সম্পন্ন, পাঁচজনকে সংরক্ষিত মহিলা সদস্য ও ১৫ জনকে সাধারণ সদস্য হিসেবে তাঁদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করবেন। এই নিবার্চনের ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগ করবেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা।
এতে জেলার ১০টি উপজেলা, পাঁচ পৌরসভা ও ৮৬টি ইউনিয়নে এক হাজার ২১৩ জন ভোটার তাঁদের ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত করবেন তাদের পছন্দের প্রার্থীকে।