মানিকগঞ্জে বিদেশি পিস্তলসহ আটক ২

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী এলাকা থেকে আটক দুই যুবক (মধ্যে)। ছবি : এনটিভি
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, কার্তুজ ও তিনটি গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চরতিল্লী গ্রামের বিপ্লব হোসেন ও সাগর আহম্মেদ।
আজ বৃহস্পতিবার পুলিশ সুপার মাহফুজুর রহমান সাংবাদিকদের জানান, স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী গোয়েন্দা পুলিশ ও সাটুরিয়া থানা পুলিশ গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে তিল্লী এলাকায় ধলেশ্বরী নদীর পাড়ে অভিযান চালায়। এ সময় বিপ্লব ও সাগর নামের দুই যুবককে আটক করা হয়। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী নদীর পাড়ে একটি মেহগনি গাছের নিচ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি কার্তুজ ও তিনটি গুলি উদ্ধার করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে সাটুরিয়া থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।