বাড়ি ফেরা হলো না মা-মেয়ের

ময়মনসিংহের শহরতলির দিঘারকান্দা ও ত্রিশাল উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। এ ছাড়া আরো অন্তত ১২ জন আহত হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন জামালপুরের টেপিরচর এলাকার সুমন মিয়ার স্ত্রী শাপলা বেগম (২২) ও তাদের মেয়ে সুবর্ণা আক্তার শান্তি (৩) এবং ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাতুয়ালী গ্রামের মো. হায়দার।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি মালবোঝাই পিকআপ আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে দিঘারকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে মারা যায়। গুরুতর আহত সুমন মিয়াকে (২৮) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর পিকআপের চালক পালিয়ে যান।
আহত সুমন গাজীপুরের কোনাবাড়ীতে ভাড়া বাসায় থাকতেন।
সুমন জানান, গ্রামের বাড়িতে বৃদ্ধ বাবা ও মা থাকতেন। বাবার অনুরোধে তিনি তাঁর স্ত্রী ও মেয়েকে বাড়িতে রাখতে যাচ্ছিলেন।
ত্রিশাল থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, সকালে ত্রিশাল উপজেলার বাগান নামক স্থানে ময়মনসিংহগামী একটি বাস দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গেলে আহত হয় অন্তত ১১ জন। এদের মধ্যে চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে মো. হায়দার (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি তারাকান্দা উপজেলার বাতুয়ালী গ্রামে।