দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় নিহত ১

নাটোরের গুরুদাসপুর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে রডভর্তি দ্রুতগামী আরেক ট্রাকের ধাক্কায় আবু সাঈদ (১৮) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ট্রাকচালক। আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার কাছিকাটা টোলপ্লাজা এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সাঈদ রাজশাহীর কাশিয়াডাঙা থানার উত্তর বালিয়া গ্রামের বাসিন্দা এনামুল ড্রাইভারের ছেলে। আহত চালক নাসিম হোসেন (২৫) একই গ্রামের টিটু ড্রাইভারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রডবোঝাই ট্রাকটি চালাচ্ছিলেন আবু সাঈদ। চালকের আসনের পাশেই ছিলেন নাসিম হোসেন। কাছিকাটা টোলপ্লাজার পূর্ব পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। দ্রুতগতিতে থাকা ট্রাকটি পেছন দিক থেকে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আবু সাঈদের মৃত্যু হয়। এ সময় চালকের পাশের আসনে থাকা নাসিম হোসেন গুরুতর আহত হন। তবে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে কেউ না থাকায় তাতে কেউ হতাহত হয়নি।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।