বাংলাদেশে জঙ্গিবাদের উদ্ভব আন্তর্জাতিক ষড়যন্ত্র : আবুল বারকাত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক অর্থনীতিবিদ ড. আবুল বারকাত বলেছেন, বাংলাদেশে জঙ্গিবাদের উদ্ভব হয়েছে রাজনৈতিক কারণে। এটি আন্তর্জাতিক ষড়যন্ত্র।
আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির আয়োজনে ‘বাংলাদেশে মৌলবাদ ও মৌলবাদী জঙ্গিত্বের রাজনৈতিক অর্থনীতি’ শীর্ষক এক আঞ্চলিক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনায় এসব কথা বলেন ড. বারকাত।
ড. আবুল বারকাত আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনা হলো শোষণ ও বৈষম্যহীন সমাজব্যবস্থা। স্বাধীনতার দীর্ঘ বছর পরেও এ দেশে এখনো তা প্রতিষ্ঠিত হয়নি। বরং বৈষম্য বাড়ছে।
বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. আশরাফ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুস সালাম, সমিতির সাধারণ সম্পাদক ড. জামালসহ অনেকেই।
সেমিনারটি সঞ্চালনা করেন সরকারি দেবেন্দ্র কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক গিরীন্দ্র কুমার রায়।