ময়মনসিংহে খেলাফত মজলিশের বিক্ষোভ

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে আজ শুক্রবার ময়মনসিংহ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিশ।
ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে বাদ জুমা বড় মসজিদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের মহানগর সভাপতি মাওলানা এহসানুল হক সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জোবায়ের আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা সিদ্দিকুর রহমান। বক্তব্য দেন ইত্তেফাকুল উলামার জেলা সভাপতি অধ্যাপক মুফতি মুহিবুল্লাহ, মুফতি মাহবুল্লাহ, মাওলানা শরিফুর রহমান, মাওলানা মোশাররফ হোসেন জেহাদী, মাওলানা হোসাইন আহমদ জোবায়ের, খেলাফত মজলিশের নেতা মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা মশিউর রহমান, হাফেজ মাসুদুর রহমান, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, অ্যাডভোকেট রেজাউল হক রেজা, অ্যাডভোকেট জসিমউদ্দিন, মাহবুবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, মুসলমানদের রক্ত দিয়ে গোটা বিশ্ব হোলি খেলায় মেতে উঠেছে। কেবল মুসলমান হওয়ার কারণে মিয়ানমারে মুসলমানদের রক্ত ঝড়ছে। মুসলিম গণহত্যা ও নৈরাজ্য বন্ধ করতে বাংলাদেশ সরকারকে কূটনৈতিক প্রচেষ্টা ও সেনাবাহিনীর মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিও জানানো হয়।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের ট্রাংকপট্টি, মহারাজা রোড, স্টেশন রোড, গাঙিনার পাড়, রামবাবু রোড হয়ে নতুনবাজার ট্রাফিক মোড়ে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয়।