ওসি ইফতেখারের বদলিতে মোহাম্মদপুর থানার সামনে মিষ্টি বিতরণ

মোহাম্মদপুর থানার আলোচিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানকে বদলি করা হয়েছে। আজ রোববার (২৪ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওসি ইফতেখারের বদলির খবরে আনন্দ মিছিল ও মিষ্টি ভাই বিতরণ করেছে মোহাম্মদপুর এলাকার বাসিন্দারা।আজ বিকেলে থানার সামনে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়।
এ বিষয়ে ‘আমাদের মোহাম্মদপুর’ সংগঠনের মুখপাত্র ইসমাইল পাটোয়ারী বলেন, জুলাই অভ্যুত্থানে পর মোহাম্মদপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন হওয়ার কথা ছিল, জুলুম বন্ধ হওয়ার কথা ছিল। মোহাম্মদপুরে আমরা তেমন কিছু লক্ষ্য করিনি। আমরা দেখেছি ওসি ইফতেখার মোহাম্মদপুরে এসেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলের মতো কর্মকাণ্ড প্রদর্শন করেছেন।
ইসমাইল পাটোয়ারী আরও বলেন, আমরা বহুবার ওনাকে (ওসি ইফতেখার) পরামর্শ দিয়েছিলাম। বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছিলাম। কিন্তু তিনি আমাদের সেসব কথাকে গুরুত্ব দেননি। অথচ চাঁদাবাজ দখলদার মাদককারবারি এদেরকে পৃষ্ঠপোষক করেছিল ওসি ইফতেখার।
আমাদের মোহাম্মদপুর সংগঠনের মুখপাত্র বলেন, ওসি ইফতেখার ছিলেন এসব চাঁদাবাজ মাদক কারবারিদের অভিভাবক। নানাভাবে সহযোগিতা করেছেন। অথচ যারা ভুক্তভোগী ছিলেন তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন। অপমানজনক কথাবার্তা বলতেন। তার বিদাযয়ে আমরা খুশি। তাই আমরা আজকে আনন্দ মিছিল করছি এবং মিষ্টি বিতরণ করছি।
এদিকে ওসি ইফতেখারকে পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) এবং শাহ আলী থানার ওসি কাজী মো. রফিকুল আহমেদকে মোহাম্মদপুর থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ডিএমপির পরিবহণ বিভাগের পরিদর্শক গোলাম আজমকে শাহ আলী থানার নতুন ওসি করা হয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে ছিনতাই, কিশোর গ্যাংয়ের কার্যকলাপ এবং অন্যান্য অপরাধ বৃদ্ধি হলে মোহাম্মদপুর থানার ওসিকে অপসারণের দাবিতে বিক্ষোভ করে এলাকাবাসী। গত মাসে ছিনতাইয়ের অভিযোগ দিতে গিয়ে মোহাম্মদপুর থানার ওসিসহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার অসদাচরণের অভিযোগ আনেন এক ভুক্তভোগী। ওই ঘটনায় পরে চার পুলিশ সদস্যকে অপসারণ করা হলেও ওসি ইফতেখার স্বপদে বহাল ছিলেন। পরবর্তীতে তাকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।