ময়মনসিংহে স্কুলছাত্র হত্যা : দুই সহপাঠী গ্রেপ্তার

ময়মনসিংহ ছুরিকাঘাতে নবম শ্রেণির এক ছাত্রকে হত্যার ঘটনায় তার দুই সহপাঠীকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে আলাদা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শরীফুল ইসলাম ও ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম।
গ্রেপ্তার হওয়া দুজন হলো- সোহানুর রহমান সোহান ও সাকিবুল হাসান।
র্যাব-১৪-এর সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিচালক বলেন, লিয়নকে স্কুল ফটকের পাশে লিটনের চায়ের দোকানে ডেকে নেয় সোহান। এ সময় তার সঙ্গে ছিল নাঈম, সাকিবুল হাসান ও জয়সহ চার সহপাঠী। সেখানে পৌঁছানো মাত্র আরো কয়েকজন মিলে কথা কাটাকাটির পর বেদম মারপিট করে লিয়নকে। একপর্যায়ে নাঈম তার হাতে থাকা ছুরি দিয়ে লিয়নের পিঠে আঘাত করে। পরে হাসপাতালে মারা যায় লিয়ন।
লিয়ন হত্যার ঘটনায় মা রাশেদা বেগম বাদী হয়ে গতকাল মঙ্গলবার ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। মামলায় গ্রেপ্তার হওয়া দুজনসহ চারজনকে আসামি করা হয়। অন্য দুই আসামি নাঈম ও জয় পলাতক।
ময়মনসিংহের এসপি সৈয়দ নুরুল ইসলাম বলেন, দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে লিয়নের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে অন্য কয়েকজন সহপাঠীদের সঙ্গে তার বিরোধ চলছিল। এর জেরে তাকে হত্যা করা হতে পারে।