মুন্সীগঞ্জে ইজিবাইক ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

যাত্রীবেশে উঠে ইজিবাইকচালকদের খুন বা অচেতন করে ইজিবাইক ছিনতাই চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে আটটি ইজিবাইক।
আজ সোমবার (১১ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার এ তথ্য জানিয়েছেন।
পুলিশ সুপার জানান, এই চক্র ইজিবাইকচালকদের অচেতন ও খুন করতে চেতনানাশক বিস্কুট খাওয়ানোর কৌশল ব্যবহার করে আসছিল। গত ২ আগস্ট জেলার সিরাজদিখানে এক চালককে চেতনানাশক বিস্কুট খাইয়ে ইজিবাইক ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে তদন্ত ও অভিযানে নামে পুলিশ। গতকাল রোববার খোয়া যাওয়া ইজিবাইকচালক শনাক্ত করলে শ্রীনগর উপজেলার পাটাভোগ এলাকা থেকে রুবেল ওরফে আব্দুল্লাহকে (৩২) গ্রেপ্তার করা হয়। পরে আব্দুল্লাহর দেওয়া তথ্যে পুলিশ চক্রের বিষয়টি জানতে পেরে মুন্সীগঞ্জ, ঢাকাসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে চক্রের অপর সদস্য মো. জামাল হোসেন (৪০), ইমরান হোসেন ওরফে মোফাজ্জল (৪৫), মো. হৃদয় শেখ (২৫), পলাশ পাঠান (৩৫), বিধান (৪৭), মো. সুমনকে (৩৮) গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ইজিবাইক ছিনতাই চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা জানিয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন-হত্যা মামলাও রয়েছে। চক্রের আরও কিছু সদস্যের তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।