মানিকগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি। আজ সোমবার সকালে দলীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি আবুল বাতেন মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন, সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. বশির উদ্দিন ঠান্ডু, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহম্মেদ যাদু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম ইকবাল হোসেন, ইকবাল আহম্মেদ মুক্তা প্রমুখ।
সমাবেশে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, এই গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্য দিয়ে বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকারের সত্যিকারের মুখোশ উন্মোচিত হয়েছে। তা ছাড়া এটা দেশের জনগণের কাছে হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে।
বক্তারা আরো বলেন, কোনো ধরনের ষড়যন্ত্র করেই বিএনপিকে ধ্বংস করা যাবে না। কারণ এ দেশের মানুষ বিএনপিকে ভালোবাসে। তাই বিএনপিকে ধ্বংস করতে বর্তমান সরকার যে নীলনকশা করছে তা কখনোই বাস্তবায়িত হবে না। এ সময় বক্তারা বিএনপিকে সুসংগঠিত করতে যেকোনো ধরনের আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সমাবেশে জেলা বিএনপি ও এর সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।