ময়মনসিংহে শিশুর লাশ উদ্ধার, চাচা গ্রেপ্তার

ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলায় অপহরণের আটদিন পর শিশু সুমাইয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার রাতে বাড়ির পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে সুমাইয়া অপহরণ ও হত্যায় জড়িত সন্দেহে তার চাচা আলমগীরকে গ্রেপ্তার করা হয়।
ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম আজ বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
এসপি দাবি করেন, গত ৮ নভেম্বর ধোবউড়া উপজেলার উত্তর গামারীতলা গ্রামের জুয়েলের চার বছরের শিশু সুমাইয়াকে তার চাচা আলমগীর চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করে। পরে মোবাইল ফোনে সুমাইয়ার বাবা জুয়েলের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে আলমগীর। টাকা না দিলে এবং অপহরণের কথা পুলিশকে জানালে সুমাইয়কে হত্যা করা হবে বলেও হুমকি দেয় জুয়েল।
ঘটনার তিনদিন পর শিশু সুমাইয়ার বাবা ধোবাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অপহরণকারীর মোবাইল ফোন ট্যাকিং করে অবস্থান নিশ্চিত হয়ে আলমগীরকে নেত্রকোনার জেলার দুর্গাপুর উপজেলার দুর্গম জঙ্গল থেকে গ্রেপ্তার করে।
এসপি আরো জানান, আলমগীরের স্বীকারোক্তি অনুযায়ী বুধবার রাতেই পুলিশ উপজেলার উত্তর গামারীতলা গ্রামের বাড়ির পাশের ধানক্ষেত থেকে মাটিতে পুতে রাখা শিশু সুমাইয়ার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে শিশু সুমাইয়ার বাবা জুয়েল বাদী হয়ে ধোবাউড়া থানায় একটি হত্যা মামলা করেছেন।