‘নারীদের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়’

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিলি বিশ্বাস বলেছেন, ‘দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। নারীদের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।
আজ দুপুরে মানিকগঞ্জ সদর থানা প্রাঙ্গণে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক ও মানিকগঞ্জ জেলা পুলিশ আয়োজিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধমূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মিলি বিশ্বাস এ কথা বলেন।
ডিআইজি মিলি বিশ্বাস নারীদের শিক্ষা নিশ্চিত করা, বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গড়তে সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, জেন্ডার বিশেষজ্ঞ ফৌজিয়া খোন্দকার ইভা, হেড কোয়ার্টারের বিশেষ পুলিশ সুপার শামিমা বেগম, বিশেষ পুলিশ সুপার ফরিদা ইয়াসমীন, বিশেষ পুলিশ সুপার নাসিমা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার আসমা বেগম রিটা এবং মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান।
পরে দুঃস্থ-অসহায় ২০০ জন নারী ও পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।