মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

মানিকগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় রাবিল (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। নিহত ওই শিক্ষার্থী মানিকগঞ্জ সদর উপজেলার নবারুণ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। নিহত রাবিল আইরমারা গ্রামের বাসিন্দা।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, দুপুরের দিকে সদর উপজেলার নয়াকান্দি সেতুর কাছে রাবিল মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল। এ সময় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ওই শিক্ষার্থী মারাত্মক আহত হয়।
ওসি আমিনুর রহমান জানান, স্থানীয় বাসিন্দারা রাবিলকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা যায় সে।