নাটোরে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে মায়া রানী (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আব্দুলপুর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মায়া রাজশাহীর নন্দনগাছি এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম মৃত মনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মায়া রানী সকালে জামাইবাড়ি থেকে আব্দুলপুর রেলস্টেশনে আসেন রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনে উঠার জন্য, সঙ্গে ছিলেন তার ছেলে। ট্রেনের সময় ঘনিয়ে এলে মা-ছেলে দুজনেই তাড়াহুড়ো করে রেললাইন পার হচ্ছিলেন। ছেলে কোনোভাবে দৌড়ে প্ল্যাটফর্মে উঠে গেলেও মায়া রানী পেছনে পড়ে যান। ঠিক তখনই স্টেশনে ঢুকে পড়ে কমিউটার এক্সপ্রেস ট্রেনটি। মুহূর্তের মধ্যেই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।