হুমায়ূন আহমেদের জন্মদিনে নেত্রকোনায় নানা আয়োজন

কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র পরিচালক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ৬৮তম জন্মদিন রোববার। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর জেলার মোহনগঞ্জের মামাবাড়িতে জন্মগ্রহণ করেন প্রখ্যাত এই লেখক। তাঁর জন্মদিন উপলক্ষে নেত্রকোনায় নানা আয়োজনে জন্মদিন উদযাপন করছে হুমায়ূনভক্ত পরিষদ।
দিনটি উপলক্ষে হুমায়ূন আহমেদের নিজ গ্রাম নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদ বিভিন্ন কর্মসূচি পালন করবে। কর্মসূচির মধ্যে রয়েছে লেখকের প্রতিষ্ঠিত বিদ্যালয় ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’-এর চত্বরে মোমবাতি প্রজ্বালন, কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল। এ ছাড়া স্কুলের আঙিনায় লেখকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য আনন্দ র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষার্থীদের পরিবেশনায় রাতে নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনেরও কথা রয়েছে।
দিনটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান প্রসঙ্গে শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জমান জানান, রোববার সকাল সাড়ে ৮টায় বিদ্যালয় প্রাঙ্গণে হুমায়ূন আহমেদের ৬৮তম জন্মদিনের কর্মসূচির উদ্বোধন করবেন লেখকের চাচা আলতাফুর রহমান। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
এ ছাড়া দিনটি উপলক্ষে হুমায়ূন আহমেদের জন্মস্থান তাঁর মামার বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার শেখ বাড়িতেও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।