গোপালগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

গোপালগঞ্জ সদর উপজেলার বরফা গ্রামে ফাতেমা বেগম ওরফে অন্তরা (২৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।
আজ বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকজন সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অন্তরা ওই গ্রামের রেজাউল করিম সরদারের স্ত্রী। তিনি শাশুড়িকে নিয়ে ওই গ্রামেই থাকতেন।
রেজাউল করিম রাজধানীর অদূরে আশুলিয়ায় একটি পোশাক কারখানায় চাকরি করেন।
অন্তরার মা আম্বিয়া বেগম জানান, গতকাল বুধবার দিবাগত রাতে দুর্বৃত্তরা অন্তরা যে ঘরে থাকত, সেই ঘরের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা ওই গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মুকুল হোসেন সরদার জানান, আজ বৃহস্পতিবার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।