নেত্রকোনায় হাজারো নারী-পুরুষের আলোর মিছিল

ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ও হিন্দুদের ঘরবাড়িতে হামলার প্রতিবাদে নেত্রকোনা শহরে আলোর মিছিল হয়েছে। মোমবাতি জ্বালিয়ে নীরব এই প্রতিবাদী মিছিলে পা মিলিয়েছেন হাজারো নারী-পুরুষ।
মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে মোমবাতি জ্বালিয়ে এই আলোর মিছিল শুরু হয়।
মিছিলটি নেত্রকোনা পৌরভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে তেরীবাজার মোড়ে গিয়ে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য দেন আয়োজক সংগঠনটির স্থানীয় সভাপতি পুতুল রঞ্জন রায় বিশ্বাস, কার্যকরী সভাপতি অধ্যাপক তপন সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক অধ্যাপক মানিক রায়সহ অন্যরা।
সভায় বক্তারা বলেন, দেশজুড়ে চলা মন্দিরে হামলা বন্ধসহ সংখ্যালঘু নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে। তা না হলে এবার থেকে প্রতিবাদ নয় প্রতিরোধ গড়ে তোলা হবে।
আলোর মিছিলে আয়োজক সংগঠন ছাড়াও শারদীয়া শ্রদ্ধাঞ্জলি ফোরাম, জেলা উদীচী শিল্পীগোষ্ঠী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা অংশ নেন।