মানিকগঞ্জে আয়কর মেলা শুরু

মানিকগঞ্জে আয়কর মেলার উদ্বোধন করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম। ছবি : এনটিভি
মানিকগঞ্জে শুরু হয়েছে চারদিনব্যাপী আয়কর মেলা। আজ শুক্রবার বেলা ১২টার দিকে এ মেলার উদ্বোধন করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম।
জেলা পরিষদ মিলনায়তনে এই মেলার আয়োজন করে কর অঞ্চল-১২। কর কমিশনার শাহীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল।
সভা পরিচালনা করেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রোমেজা আক্তার মাহিন। পরে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন।