ময়মনসিংহে শোকের আবহে জেলহত্যা দিবস পালন

ময়মনসিংহে শোকের আবহে জেলহত্যা দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় অফিসে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রেখে কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর কালো ব্যাজ ধারণ করে দলীয় কার্যালয় চত্বরে শহীদ সৈয়দ নজরুল ইসলামের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতারা।
এরপর বেলা ১১টায় শহরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে শোকর্যালি বের করা হয়। র্যালি শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সরকারি কৌঁসুলি (পিপি) ওয়াজেদুল ইসলাম, ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু প্রমুখ।
শোকর্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে কলেজ রোডে শহীদ সৈয়দ নজরুল ইসলামের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়।