পাইকগাছায় দুই হাজারের বেশি রোগী পেল চক্ষুসেবা

খুলনার পাইকগাছা উপজেলার নগর শ্রীরামপুরে জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের উদ্যোগে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে সেবা নিয়েছেন দুই হাজারের বেশি মানুষ।
আজ বুধবার (৬ আগস্ট) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনের সার্বিক তত্ত্বাবধানে এই ক্যাম্প পরিচালিত হয়।
আয়োজকরা জানান, সাইটসেভার্সের অর্থায়নে ব্র্যাক ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে গঠিত ১২ জনের মেডিকেল টিম অপারেশন-অপরিহার্য রোগী বাছাই করেন। যাদের পর্যায়ক্রমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে।
আয়োকরা আরও জানান, ছানি অপারেশনের পর কালো চশমা ও এক মাসের ওষুধ বিনামূল্যে প্রদান করবেন তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।

প্রধান অতিথির বক্তব্যে বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীন বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বহু মানুষ চোখের নানা ধরনের দৃষ্টি সমস্যায় ভুগছেন, কিন্তু অনেকেই অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেন না। তাই আমরা বিনামূল্যের চক্ষু ক্যাম্পের আয়োজন করি। এ আয়োজনে সব শ্রেণির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে।
আগামীতে এ ধরনের কার্যক্রম আরও অনুষ্ঠিত হবে বলেও জানান আনোয়ার আলদীন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সিনিয়র নেতা কে এম আশরাফুল আলম নান্নু, শেখ সামসুল আলম পিন্টু, যুবদলের পাইকগাছা আহ্বায়ক তহিদুজ্জামান মুকুল, ছাত্রদল সভাপতি সরজিৎ ঘোষ দেবেন, বিএনপি নেতা শেখ ইমাদুল ইসলাম, আবুল হোসেন, মাসুদুজ্জামান বাবু, তুষার কান্তি মন্ডল, শেখ আনারুল ইসলাম, তানভীর আলম, মহিলাদলের নেত্রী চুমকি।

আরও উপস্থিত ছিলেন মীর শাফায়েত হোসেন, শাহ আলম, আকিজ উদ্দিন, শহিদুল ইসলাম, আকারাম জোয়ারদার, হুরায়রা বাদশা, শহিদুর রহমান, আজাহারুল ইসলাম গাজী, সুমন কাজী, শেখ আবদুল গফুর, জাহাঙ্গীর গাজী, শেখ বিল্লাল, গাজী জাহিদ, খান মাসুম, সাব্বির আহমেদ, মোস্তফা মোড়ল, কবির গাজী প্রমুখ।

এ ছাড়া কপিলমুনি মেহেরন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আক্তার শম্পা, মানবাধিকার সংগঠক সাংবাদিক মোস্তাফিজুর রহমান পারভেজ, শফিউল ইসলাম হাজারা, অলিউল ইসলাম শেখ, জহিরুল হাসান শাকিল, জাহিদ আলম। উপস্থিত ছিলেন চিকিৎসক ডা. হাফিজুর রহমান আশিক, ডা. আসিফ হাসান, ডা. হাবিবুল্লাহ, ডা. অয়ন, ডা. আশিক, ডা. ফুয়াদ প্রমুখ।