সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় করতে রংপুর যাচ্ছেন সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে মতবিনিময় সভায় অংশ নিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আগামী ৮ থেকে ১০ আগস্ট রংপুর সফর করবেন।
বুধবার (৬ আগস্ট) সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম এ তথ্য জানিয়েছেন।
মোহাম্মদ আশরাফুল আলম বলেন, আগামী ৮ আগস্ট (শুক্রবার) দুপুর সোয়া ১২টায় সিইসি রংপুর সার্কিট হাউজে পৌঁছাবেন। সেখানে জুমার নামাজ আদায় ও অবস্থান করবেন। ৯ আগস্ট (শনিবার) সকাল ১০টায় রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে তিনি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রংপুর অঞ্চল, রংপুর অঞ্চলের সব অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।
মোহাম্মদ আশরাফুল আলম আরও বলেন, একইদিন বিকেল সাড়ে ৩টায় রংপুরের বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার, ডিআইজি রংপুর রেঞ্জ, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, সেক্টর কমান্ডার, বিজিবি রংপুর, আনসার ও ভিডিপির উপমহাপরিচালক, র্যাব-১৩ এর অধিনায়ক, কর্নেল জিএস, ডিজিএফআই, অতিরিক্ত পরিচালক, এনএসআই, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, রংপুর অঞ্চল, রংপুর বিভাগের সব জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।
এরপর ১০ আগস্ট (রোববার) সকাল সাড়ে ৯টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন।