কেন্দুয়ায় ট্রাকচাপায় নিহত ১

নেত্রকোনার কেন্দুয়ায় ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত ও অপর তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার বৈকরহাটিতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতের পরিচয় এখনো জানা যায়নি।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম এলাকাবাসীর বরাত দিয়ে জানান, কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের বৈকরহাটি গ্রামে একটি সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনার ঘটে।
সিরাজুল ইসলাম বলেন, ‘কেন্দুয়া থেকে যাত্রী নিয়ে সিএনজিটি বৈকরহাটি পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে যানটিকে ধাক্কা দেয়। এ সময় সিএনজিটি ছিটকে পড়ে তিন যাত্রী গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই একজন মারা যান।
ওসি আরো জানান, ঘটনার পরই ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ছাড়া এ ঘটনায় আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।