রমজানের আগেই ৩০ হাজার নারীকর্মী চায় সৌদি আরব

রমজান মাসের আগেই নিজেদের খরচে ৩০ হাজার নারীকর্মী নিতে আগ্রহী সৌদি আরব। আজ বৃহস্পতিবার সৌদি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
গত ফেব্রুয়ারি মাসে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানিয়েছিলেন, প্রতি মাসে সৌদি আরবে ১০ হাজার কর্মী যাবে। গৃহস্থালির কাজে যাওয়া এসব কর্মীর সর্বনিম্ন বেতন হবে বাংলাদেশি টাকায় প্রায় ৩২ হাজার টাকার মতো। কর্মীর ভিসা, যাতায়াতসহ এ সংক্রান্ত যাবতীয় খরচ দেবেন নিয়োগকর্তা।
বাংলাদেশ থেকে সৌদি আরবে শ্রমিক নেওয়া প্রায় ছয় বছর বন্ধ ছিল। এ বছর জানুয়ারি মাসে সৌদি আরব সরকার বাংলাদেশি শ্রমিক নেওয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।
এর পরই জনশক্তি রপ্তানি প্রক্রিয়া চূড়ান্ত করতে দুই দেশের প্রতিনিধিরা একাধিক বৈঠক করেছেন। গত ১০ ফেব্রুয়ারি সৌদি আরবে জনশক্তি রপ্তানির বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি করে বাংলাদেশ। ওই চুক্তি অনুযায়ী গৃহস্থালি কাজে শ্রমিকদের সর্বনিম্ম বেতন ৮০০ রিয়াল নির্ধারণ করা হয়। গৃহস্থালিকর্মী ছাড়াও আরো ১১ ধরনের কর্মী সৌদি আরবে পাঠাবে বাংলাদেশ।