হাত নেড়ে সাহায্য চাইছিলেন ডুবন্ত রাহী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের পুকুরে ডুবে মাহফুজ হায়দার রাহী নামের এক শিক্ষার্থী মারা গেছেন। আজ বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
রাহী পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে পড়তেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে থাকতেন। আজ বুধবার বিকেল ৫টার দিকে তিনি শহীদুল্লাহ হলের পুকুরে গোসল করতে নামেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোসলের একপর্যায়ে রাহীকে ডুবে যেতে দেখেন তাঁরা। ডুবন্ত রাহী হাত নেড়ে সাহায্য চাইছিলেন। এ সময় বেশ কয়েকজন মানুষ পুকুরে নেমে রাহীকে উদ্ধার করতে এগিয়ে আসেন। উদ্ধারের পর রাহীকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেলের চিকিৎসকরা রাহীকে মৃত ঘোষণা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এম আমজাদ আলী বলেন, ‘রাহীর পরিবার থাকে কুষ্টিয়ায়। সেখানে খবর দেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় রাহীর মরদেহ কুষ্টিয়ায় পৌঁছে দেওয়া হবে।’