গোপালগঞ্জে এসআইয়ের বাড়িতে ডাকাতি

গোপালগঞ্জ শহরে গতকাল দিবাগত রাতে এক এসআইয়ের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা স্বর্ণালংকার ও টাকা লুট করে। ছবি : এনটিভি
গোপালগঞ্জ শহরে আবদুল ওয়াদুদ খান নামের পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বাড়িতে ডাকাতি হয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে শহরের মোহাম্মদপাড়ায় এ ডাকাতি হয়।
বাড়ির গৃহকর্তা ও মাদারীপুরের কালকিনি থানার এসআই আবদুল ওয়াদুদ খান জানান, রাতে বাড়ির গ্রিল কেটে ১০ থেকে ১২ জনের মুখোশধারী একদল ডাকাত ঘরে প্রবেশ করে। এ সময় তারা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে বেঁধে রেখে আলমারি ভেঙে প্রায় ৩৫ ভরি স্বর্ণালংকার লুট করে। এ সময় তারা দেড় লাখ টাকাও লুটে নেয়।
এসআই আরো জানান, ডাকাতের অস্ত্রের আঘাতে তিনি আহত হন। পরে খবর পেয়ে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে জানতে চাইলে কোনো কথা বলতে রাজি হননি অতিরিক্ত পুলিশ সুপার।