নেত্রকোনা সরকারি কলেজে ছাত্রদলের আনন্দ মিছিল

নেত্রকোনা সরকারি কলেজে ছাত্রদলের আনন্দ মিছিল। ছবি : এনটিভি
ফরিদ হোসেন বাবুকে সভাপতি ও অনিক মাহবুব চৌধুরীকে সাধারণ সম্পাদক করে নেত্রকোনা জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করায় নব-ঘোষিত কমিটিকে স্বাগত জানিয়ে সোমবার কলেজ ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে নেত্রকোনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
আনন্দ মিছিলটি কলেজের ফটক থেকে শুরু হয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে বাণিজ্য অনুষদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন কলেজ ছাত্রদল নেতা হাবিবুর রহমান দোলন, হোসাইন আহাম্মেদ অনিক, নূরুল আমিন, ওমর ফারুক, রনি, শুভ প্রমুখ। ছাত্রদলের নেতারা আশা করেন, নব-ঘোষিত কমিটির নেতৃত্বে ছাত্রদল আরো বেশি সুসংগঠিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে চলমান আন্দোলনকে আরো বেশি গতিশীল করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবে।