কেরানীগঞ্জের বাবা হত্যার আসামি মানিকগঞ্জে গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জের বাবা হত্যার আসামি তমিজুদ্দিন তমিকে গ্রেপ্তার করেছে সিংগাইর থানা পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে হত্যায় ব্যবহৃত রিভলবার, তিনটি গুলি ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।
মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গতকাল রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।
এ সময় ডিবির সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহজাহান শেখ, ডিবির ওসি রবিউল ইসলামসহ অন্য পুলিশ কর্মকতারা উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ৪ এপ্রিল কেরানীগঞ্জের জগন্নাথপুর গ্রামের তমিজুদ্দিন তমি (২৬) তাঁর বাবা মনতাজ উদ্দিনকে গুলি করে হত্যা করেন। এ ঘটনায় মা ওফলা বেগম ছেলে তমিকে একমাত্র আসামি করে কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ১০(৪)১৬।
এ ঘটনার পর থেকেই তমি পলাতক ছিলেন। শনিবার বিকেলে সিংগাইর উপজেলার চরচামটা গ্রামে তমি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকে। এ সময় এলাকাবাসী পুলিশকে খবর দিলে সিংগাইর থানার এসআই সালেহ আহমেদ তমিকে গ্রেপ্তার করেন।
তাঁর বিরুদ্ধে সিংগাইর থানায় অবৈধ অস্ত্র রাখার দায়ে মামলা হয়েছে। মামলা নম্বর ৩৯/২২.১০.২০১৬।