ঝালকাঠিতে ইলিশ ধরার ৩ হাজার মিটার জাল জব্দ

ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদী থেকে জব্দ করা অবৈধ কারেন্ট জাল নদীর তীরে ফেরিঘাট এলাকায় আজ শনিবার পুড়িয়ে ফেলা হয়। ছবি : এনটিভি
ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদীতে আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে মা ইলিশ ধরার সময় তিন হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। জব্দ করা জালগুলো সুগন্ধা নদীর তীরে ফেরিঘাট এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, নিষেধাজ্ঞা অমান্য করে সুগন্ধা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ ধরছিল জেলেরা। কলা গাছের ভেলায় করে জাল নিয়ে নদীতে ফেলার সময় পুলিশের সহযোগিতায় নদী থেকে ৫০ হাজার টাকা মূল্যের তিন হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জালগুলো সুগন্ধা নদীর তীরে ফেরিঘাট এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
ইলিশের প্রজনন মৌসুম শুরু হওয়ায় ১২ অক্টোবর থেকে টানা ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।