অপারেশন থিয়েটারে অচেতন রোগীর সঙ্গে নার্সের টিকটক
নড়াইলের লোহাগড়া পৌরসভার জয়পুর লাহুড়িয়া সড়কের পাশে অবস্থিত প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটারে রোগীর সঙ্গে ‘টিকটক’ ভিডিও করার ঘটনায় সমালোচনার ঝড় বইছে। বুধবার (২৭ আগস্ট) রাতে ওই ক্লিনিকের নার্স প্রিয়া অপারেশন থিয়েটারে দাঁড়িয়ে অচেতন রোগীর সঙ্গে ভিডিও ধারণ করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
স্থানীয়রা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক নিন্দা জানাচ্ছেন। টিপু সুলতান নামের একজন ফেসবুকে মন্তব্য করেছেন, ‘একজন মহিলাকে সিজার করছে। তিনি অজ্ঞান অবস্থায় আছেন। আর তার সেলাই পেটের ওপর ভিডিও করছে। এর বিরুদ্ধে মামলা করা উচিত।’
রফিকুল ইসলাম লিখেছেন, ‘প্রথমত তাকে পেশা থেকে চিরতরে নিষিদ্ধ করা হোক। দ্বিতীয়ত অন্যের সম্মান নষ্টের জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। তৃতীয়ত ক্লিনিক মালিককেও আইনের আওতায় আনা হোক।’
ক্লিনিক সূত্রে জানা গেছে, প্রিয়া নবম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। তিনি লাহুড়িয়া ইউনিয়নের শরশুনা গ্রামের বাসিন্দা।
প্রিয়া অভিযোগ স্বীকার করে ক্ষমা চেয়েছেন। অন্যদিকে প্রত্যাশা ক্লিনিকের মালিক সেলিমও ভুল স্বীকার করে প্রিয়াকে ক্ষমা করতে বলেছেন।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত বলেন, অপারেশন থিয়েটারে এমন কর্মকাণ্ড প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ। মুমূর্ষু রোগীকে বেডে রেখে ভিডিও করা সীমাহীন অপরাধ।