ময়মনসিংহে ইন্টার্ন নার্সেস অ্যাসোসিয়েশনের মানববন্ধন

চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং কোর্স সম্পন্নকারী রেজিস্টার্ড নার্সদের প্রথম শ্রেণির নার্সিং কর্মকর্তাসহ বিভিন্ন শূন্যপদে অবিলম্বে নিয়োগ দেওয়ার দাবিতে আজ রোববার সকালে ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। ছবি : এনটিভি
চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং কোর্স সম্পন্নকারী রেজিস্টার্ড নার্সদের প্রথম শ্রেণির নার্সিং কর্মকর্তাসহ বিভিন্ন শূন্য পদে অবিলম্বে নিয়োগ দেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ রোববার সকাল ১০টায় ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে ইন্টার্ন নার্সেস অ্যাসোসিয়েশন ও স্টুডেন্ট নার্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ইন্টার্ন নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি মুকুল হোসেন, সহ-সভাপতি কাকলী আক্তার, স্টুডেন্ট নার্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহসভাপতি ফারজানা আকতার তুলী, আশিকুর রহমান প্রমুখ।
এক দফা দাবি বাস্তবায়নে আগামী ১৮ মে গণসচেতনতামূলক মিছিল ও কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, শান্তিপূর্ণ উপায়ে স্বল্পতম সময়ে সরকার তাদের এক দফা দাবি বাস্তবায়ন করবে বলে আশা তাঁদের।