উদ্বোধন করলেন আইজিপি
অ্যাপে ঘরে বসে পুলিশি সহায়তা মিলবে

পুলিশ সদর দপ্তরে আইজিপি এ কে এম শহীদুল হক। ছবি : এনটিভি
এখন থেকে মোবাইল ফোনের অ্যাপের মাধ্যমে ঘরে বসেই পুলিশের সহায়তা পাবে জনসাধারণ।
আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দপ্তরে 'বিডি পুলিশ হেল্প লাইন' নামের একটি অ্যাপ উদ্বোধন করেন সংস্থাটির মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
এ সময় পুলিশপ্রধান অ্যাপটির ব্যবহাররীতি বর্ণনা করতে গিয়ে বলেন, প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনড্রোয়েড ফোন ব্যবহার করবেন। আর অ্যাপটি ব্যবহার করে থানার ওসি কোনো তথ্য বা অভিযোগ করলে সরাসরি সেটি সংশ্লিষ্ট জোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবহিত হবেন।
এ কে এম শহীদুল হক জানান, অ্যাপটি সর্বক্ষণিক মনিটরিং করা হবে। তিনি বলেন, এর মাধ্যমে পুলিশের সেবার মান আরো বাড়বে।