রাজনৈতিক সংলাপের তাগিদ বিএনপির

দেশের গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থা একটি ক্রান্তিকাল অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। এ সময় তিনি হিংসা-বিদ্বেষের রাজনীতির অবসান ঘটানোর জন্য সমঝোতা ও সংলাপের ওপর গুরুত্বারোপ করেন।
বিএনপির নেতা প্রয়াত নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর আত্মার মাগফিরাত কামনা করে আজ রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে আসাদুজ্জামান রিপন এসব কথা বলেন। আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র সত্যিই একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের নির্বাচনী ব্যবস্থা একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ক্রান্তিকাল থেকে বাংলাদেশের গণতন্ত্রকে আবার উদ্ধার করার জন্য, নির্বাচনী ব্যবস্থাকে পুনজ্জীবিত করার জন্য, নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আনার জন্য আমাদের বিরোধী দল, সরকারি দলসহ সমস্ত রাজনৈতিক দলকে কাজ করতে হবে। গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার নিয়ে আমাদের সবার কাজ করতে হবে।’
‘এই বিষয়গুলো নিয়ে সকলের মধ্যে একটি কার্যকর সমঝোতা হওয়া দরকার। সমঝোতার জন্য সংলাপের প্রয়োজন, তার উদ্যোগ নিতে হবে,’ বলেন রিপন।
আসাদুজ্জামান রিপন বলেন, প্রতিপক্ষকে চিরতরে ধ্বংস করে ক্ষমতাসীনরা নির্বাচনসহ সবকিছুতেই জয়লাভ করতে পারবেন কিন্তু তাতে গণতন্ত্র থাকবে না।