চাকরি স্থায়ী করার দাবিতে মিটার রিডারদের মানববন্ধন

চাকরি স্থায়ীকরণের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ। ছবি : এনটিভি
চাকরিতে পুনর্বহাল এবং স্থায়ীকরণের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ।
আজ শুক্রবার সকাল ১০টায় শহরের গাঙ্গিনারপাড় মোড়ে শাপলা চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার পল্লী বিদ্যুৎ মিটার রিডার ও ম্যাসেঞ্জার শ্রমিকরা অংশ নেন। এ সময় মানববন্ধনে বক্তব্য দেন ঐক্য পরিষদের সভাপতি ইন্তাজ আলী, সাধারণ সম্পাদক শাহ ইমরান আহমেদ তালুকদার।
বক্তারা মিটার রিডার ও ম্যাসেঞ্জার পদে চাকরিচ্যুতি বন্ধকরণ, অভিজ্ঞতার আলোকে নিয়োগ প্রক্রিয়া চালুকরণ ও নিয়মিত করার দাবি জানান। তা না হলে তাঁরা রাজপথে থেকে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন। পরে বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।