নেত্রকোনায় মাদ্রাসা শিক্ষার্থীদের মানববন্ধন

ছবি : এনটিভি
উচ্চ মাধ্যমিকে প্রশ্নের মানবণ্টন আগের মতো রাখার দাবিতে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এন আকন্দ কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার শিক্ষার্থীরা। গতকাল বুধবার দুপুরে জেলা শহরের সাতপাই এলাকায় মাদ্রাসার সামনে কলেজ রোডে এ কর্মসূচি পালিত হয়।
এ কর্মসূচিতে বক্তব্য দেন মাদ্রাসায় অধ্যয়নরত দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান, নূরে আলম ছিদ্দিক, আলতাব হোসেন, মাহফুজুল হক ও প্রথম বর্ষের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ।
বক্তারা দাবি জানিয়ে আশা রাখেন, সার্বিক বিবেচনা করে শিক্ষামন্ত্রী উচ্চ মাধ্যমিকে প্রশ্নের মানবণ্টন আগের মতো রাখার জন্য তাঁদের দাবি পূরণ করবেন।