খাগড়াছড়িতে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খাগড়াছড়িতে পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় উপস্থিত ব্যক্তিরা। ছবি : এনটিভি
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খাগড়াছড়িতে পুলিশের বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে পুলিশ লাইনসে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা উপজেলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পূজা উদযাপন পরিষদের নেতা, মসজিদের ইমামসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন খাগড়াছড়ির পুলিশ সুপার (এসপি) মো. মজিদ আলী, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ, জেলা আনসার কমান্ড্যান্ট রাজীব হুসাইন, খাগড়াছড়ি পূজা উদযাপন পরিষদের সহসভাপতি সুদর্শন দত্ত, সাধারণ সম্পাদক তরুণ কুমার ভট্টাচার্য, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ প্রমুখ।